এখন পর্যন্ত করোনা টিকার ৪ কোটি ৯৪ লক্ষাধিক ডোজ প্রয়োগ হয়েছে
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:০৯

প্রভাত ফেরী: দেশে এই পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১০ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৯৬ ডোজ করোনাভাইরাসের টিকা প্রয়োগ হয়েছে।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন ৭৪ লাখ ৫৪ হাজার ৪৪৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৮ হাজার ৫০৬ জন। ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৬৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮ হাজার ৭৮৪ জন।
চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ১১৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৮ লাখ ৬৯ হাজার ৩১৪ জন। আর মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৮ হাজার ৬৮০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ৫৫ হাজার ২৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল (২৯ সেপ্টেম্বর) বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৮৮৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৩৯ হাজার ৫৯৩ জন নিবন্ধন করেছেন।
বিষয়: করোনা ডোজ
আপনার মূল্যবান মতামত দিন: