‘একক আধিপত্য ভারত মহাসাগরে দেখতে চাই না’
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ২১:৫৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩২

প্রভাত ফেরী: গতো বুধবার ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) কাউন্সিল অব মিনিস্টার্সের ২১তম বৈঠক আয়োজনের প্রাক্কালে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে ‘আইওরা-ঢাকা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইওরা-ডিডিআই) প্রস্তাব করবে।
মন্ত্রী বলেন, ‘আইওরা-ডিডিআইকে এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের সংলাপ অংশীদারদের সহায়তা চাইব।’
ড. মোমেন বলেন, ঢাকা আশা করে যে আইওরা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং সবার জন্য অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে একটি উন্মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে ইন্দো-প্যাসিফিক সম্পর্কের নিজস্ব দৃষ্টিভঙ্গি গঠন করবে। তিনি যোগ করেন, ‘এতে আমরা এই অঞ্চলে টেকসই সামুদ্রিক অর্থনীতির উৎসাহিত করতে পারব।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইওরা-ডিডিআইর লক্ষ্য যেসব ক্ষেত্রে বাংলাদেশের বিশেষিকরণ এবং দক্ষতা রয়েছে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। তিনি বলেন, ‘ভারত মহাসাগর একটি বিশাল বিষয়... ভারতে আমাদের একটি নীতি আছে যে মহাসাগর উন্মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক হবে এবং আমরা এখানে একক আধিপত্য দেখতে চাই না।’
আইওরা ২৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তঃসরকার আঞ্চলিক সংস্থা, যার ৯টি সংলাপ অংশীদার রয়েছে। এর লক্ষ্য হলো, ভারত মহাসাগর অঞ্চলের ভেতরে আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন জোরদার। আইওরার সদস্য রাষ্ট্রের ১১ জনের বেশি মন্ত্রী পর্যায়েরসহ ১৫টিরও বেশি প্রতিনিধি দল ব্যক্তিগতভাবে এবং আট থেকে দশজন মন্ত্রী বা জুনিয়র মন্ত্রী এতে ভার্চুয়ালি যোগ দেবেন।
ড. মোমেন বলেন, ‘মোট প্রায় ৮০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন এবং তারা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে সাক্ষাৎ করবেন।
আইওরা’র শীর্ষ সংস্থা কাউন্সিল অব মিনিস্টার্সের বার্ষিক ২১তম বৈঠকের আগে ১৫-২৬ নভেম্বর সিনিয়র কর্মকর্তাদের কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী পর্যায়ের ১২ প্রতিনিধির উপস্থিতিতে বৈঠকে বাংলাদেশের আতিথেয়তা প্রদর্শন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম ব্রিফিংয়ে বক্তব্য দেন। আলম বলেন, সম্মেলনে ২০২২-২৭ এর জন্য আইওরা’র একটি নতুন কর্মপরিকল্পনা অনুমোদনের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ছয়টি প্রধান ইস্যু ছাড়াও কোভিড-১৯ এর ওপর একটি ইন্টারেক্টিভ সংলাপ এবং টিকা চ্যালেঞ্জ নিয়েও মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিষয়: ড. মোমেন
আপনার মূল্যবান মতামত দিন: