গণপরিবহণে কোন জ্বালানি ব্যবহার হচ্ছে তা জানাতে মন্ত্রণালয়কে নির্দেশ
 প্রকাশিত: 
 ২৩ নভেম্বর ২০২১ ২৩:১২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৬:০১
                                
প্রভাত ফেরী: সোমবার জাতীয় সংসদ ভভনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গণপরিবহণে কোন জ্বালানি কী পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য জানতে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৈঠকে আগের সভার কার্যবিবরণী অনুমোদন, সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, গভীর ও অগভীর সমুদ্রে তেল, গ্যাসসহ খনিজ সম্পদ অনুসন্ধানে সীমাবদ্ধতা এবং তা দূর করা নিয়ে আলোচনা হয়। কমিটি গণপরিবহণে কোন জ্বালানি কী পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য উপাত্ত জানার জন্য জরিপ করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। এছাড়াও ২০২৩ সালের মধ্যে নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করে।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এতে সভাপতিত্ব করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আসলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
বিষয়: গণপরিবহন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: