বাংলা একাডেমি (বাংলাদেশ) আয়োজিত অমর একুশে বই মেলায় প্রভাত ফেরীর বুক স্টল


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২১ ০৩:৪২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:১২

 

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, বরাবরের মত এবারও প্রভাত ফেরীর নিজস্ব প্রকাশনা সংস্থা “প্রত্যয় প্রকাশন” বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত আগামী বই মেলার জন্য মেলার মূল প্রাঙ্গনে স্টল বরাদ্দ পেয়েছে।

গত এক দশকের উপর ধরে প্রত্যয় প্রকাশন নিয়মিত ভাবে নবীন ও প্রখ্যাত লেখক লেখিকাদের বই প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও স্বনামধন্য সাহিত্যিক সেলিনা হোসেন, অমর মিত্র, আহসান হাবীব সহ অনেকের বই নিয়ে প্রত্যয় প্রকাশন মেলাতে আসছে। আগামী বছর হতে প্রভাত ফেরীতে প্রকাশিত গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা থেকে নির্বাচিত লেখা নিয়ে বই প্রকাশ হবে।


প্রত্যয় প্রকাশনের স্বত্তাধিকারী হচ্ছেন প্রভাত ফেরীর সম্মানিত উপদেষ্টা কথা সাহিত্যিক, নাট্যকার ও গবেষক শাহান আরা জাকির(এস এ বি শাহানারা পারভীন)।


তিনি স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেখক ও নাট্যকার কাজী জাকির হাসানের সহধর্মিনী। তাঁদের একমাত্র সন্তান হচ্ছেন প্রভাত ফেরীর প্রধান সম্পাদক এবং কর্ণধার শ্রাবন্তী কাজী আশরাফী ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top