মধ্যপ্রাচ্যে রমজান শুরু আজ


প্রকাশিত:
২ এপ্রিল ২০২২ ২২:০৮

আপডেট:
২ এপ্রিল ২০২২ ২২:৪৫

 

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আজ শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধায় এ ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের স্হানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল আজ শুক্রবার। তাই আগামীকাল ২ এপ্রিল (শনিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। সম্পর্কিত পোস্ট সার্বিয়ায় কয়লা খনি ধস, নিহত ৮ বিশ্বাসঘাতকদের উদ্দেশে সতর্ক বার্তা জেলেনস্কির সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি বিশ্বজুড়ে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ৩ হাজারের বেশি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

উল্লেখ্য, বাংলাদেশে পবিত্র রমজান মাস আগামীকাল রবিবার শুরু হবে নাকি সোমবার—এ সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top