জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫২

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:০৮

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন। চার দিন লন্ডনে অবস্থান শেষে আগামী ২০ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাবেন। লন্ডনে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে যোগদান ছাড়াও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আগামী ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিবারের মতো বাংলায় ভাষণ দেবেন। তিনি সংকট মোকাবিলায় একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত না নিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান এবং বহু পাক্ষিকতাবাদকে সর্বাধিক গুরুত্ব প্রদান করার ওপর জোর দেবেন। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী আজ সকাল ১১টায় বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটযোগে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। ৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি খাত বিকাশে সরকারের কার্যক্রম তুলে ধরবেন। করোনা মহামারির ক্ষতি কাটিয়ে না উঠতেই ইউক্রেন সংঘাত বিশ্বকে সামষ্টিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এ প্রেক্ষাপটে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, সে বিষয়টি তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভাষণে আন্তর্জাতিক আইনে রোহিঙ্গা সংকট নিরসনে উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি মিশনে বাংলাদেশের দৃঢ় অবস্থান, সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনা, নিরাপদ অভিবাসন ও অভিবাসীদের জন্য মৌলিক সেবা, জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ইস্যু প্রধানমন্ত্রীর ভাষণে স্থান পাবে।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অন্যান্য অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি আগামী ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের এক আলোচনাসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী প্রতিবারের মতো নিউ ইয়র্কে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের আয়োজনে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। প্রতি বছরের মতো এবারও, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি প্রধানমন্ত্রীর সম্মানে একটি রিসেপশন আয়োজন করবেন। এছাড়াও, ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে তিনি একাধিক বৈঠকে অংশ নিতে পারেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top