আইএমএফের কঠিন শর্ত মেনে নেব না: কাদের


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২২ ০১:৫৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:৩১

 

ঋণের ক্ষেত্রে আইএমএফের দেওয়া শর্তের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইএমএফের কোনো শর্ত মানলে যদি দেশের কোনো ক্ষতি হয়, তাহলে কোনোভাবেই তা মানা হবে না।

আজ বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমাদের প্রয়োজনে আমরা ঋণ নেব, কঠিন শর্ত মেনে নেব না। যেটা যৌক্তিক সেটাই হবে।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে কঠিন শর্তে নয়। ’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top