সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


ঢাকায় ৩ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ


প্রকাশিত:
১২ জুলাই ২০২৪ ১৬:২৪

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২


রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কের পানি না কমায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৯টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে।



সরেজমিনে দেখা যায়, রাজধানীর ভাটারা, নিউমার্কেট, মগবাজার ওয়্যারলেস গেট, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, কাঁঠালবাগান, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকার অলিগলিতে হাঁটুসমান পানি দেখা গেছে।

এদিকে রাজধানী নিউ মার্কেট এলাকায় কোমর সমান পানি জমেছে। নিউ মার্কেটের ভেতরেই জলাবদ্ধতা বড় আকার ধারণ করেছে।


সকাল থেকে টানা বৃষ্টির কারণে বেশিরভাগ দোকানে বন্ধ দেখা গেছে। কোনো কোনো দোকানি এলেও দোকান খুলছেন না।
দোকানিরা বলছেন, পানি রাস্তা থেকে দোকানে পর্যন্ত ঢুকে গেছে। এই পানি না নামলে দোকান খুলে পরিষ্কার করা সম্ভব না।


শান্তিনগর, মৌচাক এলাকার প্রধান সড়কেও কোমর সমান পানি দেখা গেছে।

ঢাকায় ৩ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৪ ১২:৫২
শেয়ার
ঢাকায় ৩ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ
আজ বেলা ১১ টায় শান্তিনগর ইস্টার্নপ্লাস মার্কেটের সামনে চিত্র। ছবি: কালের কণ্ঠ
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কের পানি না কমায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৯টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে।



সরেজমিনে দেখা যায়, রাজধানীর ভাটারা, নিউমার্কেট, মগবাজার ওয়্যারলেস গেট, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, কাঁঠালবাগান, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকার অলিগলিতে হাঁটুসমান পানি দেখা গেছে।

এদিকে রাজধানী নিউ মার্কেট এলাকায় কোমর সমান পানি জমেছে। নিউ মার্কেটের ভেতরেই জলাবদ্ধতা বড় আকার ধারণ করেছে।


সকাল থেকে টানা বৃষ্টির কারণে বেশিরভাগ দোকানে বন্ধ দেখা গেছে। কোনো কোনো দোকানি এলেও দোকান খুলছেন না।
দোকানিরা বলছেন, পানি রাস্তা থেকে দোকানে পর্যন্ত ঢুকে গেছে। এই পানি না নামলে দোকান খুলে পরিষ্কার করা সম্ভব না।


শান্তিনগর, মৌচাক এলাকার প্রধান সড়কেও কোমর সমান পানি দেখা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top