সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৪ ১৬:২৩

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৫:১২

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তিন দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল রবিবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ৮ জুলাই বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ার পর সফরসূচিতে পরিবর্তন এনে এক দিন আগে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

বেইজিংয়ে প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top