সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


আজ কারফিউ শিথিলতা বেড়ে ১১ ঘণ্টা


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪ ১১:১১

আপডেট:
২৮ জুলাই ২০২৪ ১১:১৩

কারফিউ: ফাইল ছবি

 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলা নাশকতা পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হওয়ায় কারিফিউ শিথিলতার সময় বাড়িয়েছে সরকার। রোববার (২৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

পাশাপাশি গাজীপুর এবং নারায়ণগঞ্জেও একই সময় পর্যন্ত শিথিল রাখা হবে কারফিউ। তবে অন্যান্য জেলায় জেলা প্রশাসকদের সিদ্ধান্তের ভিত্তিতে কারফিউয়ের শিথিলতার সময় নির্ধারণ করা হবে।

শনিবার (২৭ জুলাই) রাতে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চলেছে তার দ্বায়ভার আন্দোলনকারীদেরকেও নিতে হবে।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ভর করে বিভিন্ন পক্ষ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুর্বৃত্তরা ঢুকে ভয়াবহ নাশকতা চালাতে থাকে। টানা ২০ জুলাই পর্যন্ত চলে নাশকতা। তা থামাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাত থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়।

টানা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর বুধবার (২৪ জুলাই) ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।

টানা তিন দিন সাধারণ ছুটির পর সরকারি ও বেসরকারি অফিস খোলা হয়। তবে পূর্ণ সময় নয়, অফিসের সময়সীমা ছিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কয়েকদিন বিরতি দিয়ে অফিস-আদালত খোলায় রাজধানীতে যানবহনের চাপ ছিল বেশি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top