উপদেষ্টাদের বাড়িতে যাচ্ছে গাড়ি, হতে পারে ১৭ সদস্যের সরকার


প্রকাশিত:
৮ আগস্ট ২০২৪ ১৯:১৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:০৯


নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান উপদেষ্টাসহ ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সচিবালয় থেকে গাড়ি যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে।


শপথ গ্রহণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পরে একটি বিএমডব্লিউ গাড়ি প্রধান উপদেষ্টাকে আনতে সচিবালয় থেকে বেরিয়ে যায়। এরপর একে একে উপদেষ্টাদের জন্য রাখা গাড়িগুলো বের হচ্ছে।
সন্ধ্যা ৬টার পর থেকে সচিবালায়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনে থেকে গাড়িগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের।


শপথগ্রহণ অনুষ্ঠানে ড. ইউনূসের পাশাপাশি অন্য উপদেষ্টাদেরও শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল। এতে প্রায় ৪০০ জন অতিথি যোগদান করবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top