চাল, ডাল, তেল, শিশুখাদ্য ও ন্যাপকিন দেয়ার আহ্বান গণত্রাণে
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৪ ১১:৩৯
আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৪

বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে শুকনো খাবার ও কাপড় নেয়া হচ্ছে না। নগদ অর্থসহ চাল, ডাল, তেল, মশলা, শিশুখাদ্য ও ন্যাপকিন দেয়ার আহ্বান জানিয়েছে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩১ আগস্ট) সকালে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আজ সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ। যথারীতি এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি সবাই দিচ্ছেন ত্রাণ। সকলের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যাদুর্গতরা। বর্তমানে টিএসসির বুথে আর অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অর্থ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: