সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪ ১২:৪১

আপডেট:
২৫ নভেম্বর ২০২৪ ১২:৫১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। ২৪ নভেম্বর রবিবার এ গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ করা হয়েছে।

গত ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

১৯৭১ সালে সংঘটিত অপরাধের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করা হয়। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্দোলনে চালানো হত্যা ও গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই আইনটি সংশোধনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top