ড. ইউনূসের সঙ্গে বৈঠক বসছেন ইইউ’র ২৮ রাষ্ট্রদূত
প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৪ ১৩:২৬
আপডেট:
১৬ জানুয়ারী ২০২৫ ২০:২৪
আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতগণের সঙ্গে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান জন-কূটনীতি অনুবিভাগের মহানির্দেশক মোহাম্মদ রফিকুল আলম।
তিনি জানান, বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, এলডিসি-উত্তর জিএসপি+ সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ বর্তমানে ইইউ’র ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) উদ্যোগের আওতায় শুল্ক ও কোটা-মুক্ত বাজার সুবিধা ভোগ করছে। এলডিসি থেকে উত্তরণের পর এই সুবিধা বজায় রাখার বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সকল রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের মধ্যে এটিই প্রথম যৌথ বৈঠক। ৭ জন রাষ্ট্রদূত ঢাকায় কার্যরত থাকলেও বাকি ২০ জন নয়াদিল্লী থেকে কার্যক্রম পরিচালনা করেন।
এই বৈঠক বাংলাদেশের প্রতি ইইউ'র দৃঢ় সমর্থনের ইঙ্গিত বহন করে এবং দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: