ওয়াজ মাহফিল নিয়ে সংসদে আ.লীগ-বিএনপি মুখোমুখি, হট্টগোল
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২০ ২২:৩২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৫৫

প্রভাত ফেরী ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অভিযোগ করেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এতে ঘোর আপত্তি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। এমনকি সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিমের উল্লেখ নিয়ে হারুন ভুল ব্যাখ্যা দিয়েছেন বলে তাদের দাবি। এ নিয়ে সংসদ অধিবেশনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনা চলাকালে বেশ কিছু সময় ধরে হৈ-হট্টগোল চলে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ আলোচনার সূত্রপাত করতেই সরকারদলীয় সদস্যদের তোপের মুখে পড়েন। হট্টগোলের মধ্যে তার বক্তব্যের কড়া জবাব দেন সরকারদলীয় সদস্য সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও বর্তমান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আলোচনার সূত্রপাত করে হারুনুর রশীদ বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধিত সংবিধানের পূর্বে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে এবং যাবতীয় কাজের ভিত্তি এটিই হবে। তবে নতুন সংশোধিত সংবিধান থেকে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। অথচ রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে রাখা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় পূর্বে ছিল ‘বিসমিল্লাহির রহমানের রাহিম’, সেটির পরিবর্তে সংযোজিত হয়েছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। বিষয়টি আপত্তিকর। সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিমের প্রকৃত অর্থ সংযোজিত হওয়া উচিত।
তার বক্তব্যের জবাব দিয়ে সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, দেশের সব জায়গায় জেলা-উপজেলা পর্যায়ে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে আল্লাহ রাসুলের কথা বলা হচ্ছে, শুধু জামায়াতীপন্থায় মানুষ যাতে শিক্ষা-দীক্ষা না নেয় যাতে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত না হয়, সেই দিকটাকে আমরা অনেক সময় বলে থাকি। এ ক্ষেত্রে ইসলামী কার্যকলাপে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না।
তিনি আরও বলেন, উনি জামাতপন্থিদের কথামতো এখানে কিছু কথা উত্থাপন করেছেন। মুষ্টিমেয় কয়েকজন মানুষ জামাতীদের পক্ষে। দেশের ১৬ কোটি মানুষ তাদের বিরোধিতা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করা থেকে রক্ষার চেষ্টা চলছে। তবে ইসলাম আছে, ইসলাম থাকবে, বাংলাদেশ চিরদিন মুসলমানদের স্বার্থ রক্ষা করে চলবে।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিএনপির এমপি হারুনকে উদ্দেশ্য করে বলেন, উনি সংবিধানের উদ্বৃতি দিয়ে পূর্বের ন্যায় ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলেন। তিনি বিসমিল্লাহির রহমানের রাহিমের ব্যাখ্যা হিসেবে অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের চিরাচরিত একই রাজনীতি। তাদের বলেন, যে ধানের শীষে ভোট দিলে বেহেস্তের টিকেট পাওয়া যাবে, নৌকায় ভোট দিলে ইসলাম থাকবে না, বৌ তালাক হয়ে যাবে।
তিনি বলেন, আগামী পহেলা ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার মানুষকে বিভ্রান্ত করতে হঠাৎ এমন একটি বিষয় উত্থাপন করা হয়েছে। যার সঙ্গে সংসদের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমরা ওরশে বোমা হামলা করতে দেইনি। আমরা হযরত শাহজালালের মাজারে বোমা হামলা করতে দেইনি। আমরা ইসলামকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ইসলামের নামে, ধর্মের নামে যারা বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে কথা বলছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: