সিডনী মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


করোনায় বাংলাদেশে আরও একজনের মৃত্যু, মোট আক্রান্ত ২৪


প্রকাশিত:
২১ মার্চ ২০২০ ২১:০৪

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৪

ফাইল ছবি

বাংলাদেশে আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন, ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

শনিবার (২১ মার্চ) দুপুর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে করোনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে এক ব্রিফিং তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে পৌনে ১২টায় করোনা সংক্রান্ত জাতীয় কমিটির জরুরি বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা প্রতিরোধে সরকারের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) নিয়ে আসা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top