সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


বিপ্লব দীর্ঘজীবী হোক : সৈয়দ আসাদুজ্জামান সুহান


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২০ ২১:৫০

আপডেট:
১০ জুন ২০২০ ২০:৩২

 

আমি বিজয়ী বীর, তুমি যুদ্ধবিধ্বস্ত পরাস্ত সৈনিক,
হাততালির বদলে মানুষ এবার তোমাকে দিবে ধিক।

হ্যাঁ হ্যাঁ! আমি দ্বিমত পোষণ করছি না, তুমিই ঠিক 
তুমি জয়ী, তোমার কথাগুলো একদম সঠিক।

বাহ্, বুঝতে পেরেছো তাহলে! বেশ... বেশ... বেশ
আজ থেকে তোমার সব বাহাদুরি একেবারেই শেষ।

আমাকে ছাড়ো! তুমি বরং বিজয় উল্লাস করো
আমার আছে আত্মবিশ্বাস, তুমি নিজ পথ ধরো।  

চুপ করো! এক দলা থুথু লেপ্টে দিলাম তোমার মুখে,
এখনো সেই তেজের দ্যুতি দেখতে পাচ্ছি দুই চোখে!

ভেবেছিলে মুখ থুবড়ে পড়ে থাকবো পরাজয়ের শোকে,
এক জ্বলন্ত আগ্নেয়গিরি পুষে রেখেছি এই তপ্ত বুকে।

খামোশ শালা, মাথা নুইয়ে চুপ থাকো বোকা হাদারাম
কী বড় বড় কথা বলে, ঠিক যেন গল্পের সর্দার নিধিরাম!

হা..হা..হা.. বিপ্লবীকে এখনো তোমরা এতো ভয় পাও,
এরচেয়ে ভালো মদের গেলাস হাতে মিথ্যে স্বপ্ন দেখে যাও।

চুপ, চুপ! তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো হাবশী গোলাম,
প্রাণে বাঁচতে চাইলে কুর্নিশ করে রোজ দিয়ে যাবি সেলাম।

ফাঁসির মঞ্চে দাঁড় করালেও এই বিপ্লবী যে কথাটি বলতাম,
বিপ্লব বেঁচে থাক, মৃত্যু অমৃত সুধা, আমার মুক্তির পয়গাম।

এতো স্পর্ধা! তবে তাই হোক, আজই পাবি তুই মৃত্যুর স্বাদ
হা..হা..হা.. বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব-জিন্দাবাদ।

 

সৈয়দ আসাদুজ্জামান সুহান
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top