সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ভালো আছি : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
২১ মে ২০২০ ০১:০৮

আপডেট:
২১ মে ২০২০ ২০:৫০

হাবীবুল্লাহ সিরাজী

 

ভিড়ের মধ্যে নিজেকে মৃত দেখলাম
এক লাশ, যে আমাকে ব’লতে ব’ললোঃ
ভালো আছি
বয়সের তুলনায় বড়োবেশি ভালো আছি
রফা ক’রছি খাদ্য ও পানীয়ের সঙ্গে,
নির্বাসন দিয়েছি ক্রোধ এবং উত্তেজনা
ঔষধ আর অবলম্বনের আপোষে
ভালো আছি
উচ্চরক্তচাপ-মধুমেহ-যকৃত-অন্ত্র থেকে
হৃদযন্ত্র-বাত-স্নায়ু ইত্যাদি-ইত্যাদির
গায়ে-গায়ে সেঁটে থাকা কলহ থেকে
ভালো আছি

মৃত আমাকে শুয়ে থাকতে দেখলাম ভেলায়
যে আমাকে ব’লতে ব’ললোঃ
ভালো আছি
কাঠের হিসেবে বাড়াবাড়ি ভালো আছি
বর্ষা লেগে গেলে যেমন জলের কীর্তন
তেমন গাছের গোড়ায়ও ঢল
আম-জাম, কাঠাল-কদম, জামরুল-মেহগনি
কাকে রেখে কাকে ভাসাই
আর যেখানে কীনা কদলী সম্বল
ভালো আছি

কফিনে ভালো আছি
ভালো আছি ভেলায়
মৃত্যু নিয়ে ভালো থাকার জন্য
প্রতিদিন সংখ্যায় বাড়ছি
মৃতদের মধ্যে আছি
ভালো আছি।।

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত, বাংলা একাডেমির মহাপরিচালক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top