সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


প্রতীক্ষার প্রহর : সৈয়দ আসাদুজ্জামান সুহান


প্রকাশিত:
৯ জুন ২০২০ ২০:৩৮

আপডেট:
১০ জুন ২০২০ ২০:৩৯

 

দীর্ঘদিন দেখা নেই, হাতে নেই সেই হাত

ঘুম নেই দু'চোখে, যদিও গভীর রাত

ভুলেই যাচ্ছি আলতো স্পর্শের শিহরণ

স্মৃতির আঙিনা জুড়ে স্মৃতির বিচ্ছুরণ।

 

আবার কখন কবে হবে সেই মহামিলন?

অপেক্ষার প্রহরে অস্থির উচাটন মন

কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আড্ডা

বন্ধুর দুষ্টুমি-খুনসুটি আর হাসি-ঠাট্টা।

 

পৃথিবীর অসুখে এখন নেই কারো স্বস্তি

করোনা ঘাড়ে চেপে দিচ্ছে কঠিন শাস্তি

বেঁচে থাকার আশায় কেউবা গৃহবন্দি

কেউবা বাইরে যেতে আঁটে নানা ফন্দি।

 

আঁধার যত ঘন হবে, ভোর যেন সন্নিকটে

ধৈর্য্য ধরে থাকাই বুদ্ধিমানের কাজ বটে

প্রতীক্ষার প্রহরে কাটুক আরও কটা দিন

দূরে দূরে কাছে থেকে বাড়ুক বন্ধুত্বের ঋণ।

 

সৈয়দ আসাদুজ্জামান সুহান
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top