লজ্জা : সাজিব চৌধুরী
প্রকাশিত:
৯ জুন ২০২০ ২২:০৬
আপডেট:
১০ জুন ২০২০ ২১:০০

মহাকাশ অভিযান, তারহীন ভাটি' গান,
উল্কার মতো যাই আমরা;
আকাশের তারা গুনি, পাখিদের কথা শুনি,
গরীবের নেই তবে কামরা।
অস্ত্রের খেলা চলে, বস্ত্রের মেলা চলে,
ক্ষমতার রাহু দেখে বিশ্ব;
খাবারের থালা নেই, থাকবার চালা নেই,
রাতদিন কেঁদে যায় নিঃস্ব।
গবেষণা সৃষ্টির, কালো মেঘ, বৃষ্টির,
ইচ্ছের ডানা রোজ মেলছি;
লজ্জার মাথা কেটে, জীবাণুর বোমা সেঁটে,
কতরূপ খেলা আজ খেলছি।
দেখো ভাই জং-কাল, ক্ষুধিতের কঙ্কাল,
একি নয় মানুষের লজ্জা?
তবু কেন খেয়ে যাই, আনন্দে গেয়ে যাই,
নানারূপ করে যাই সজ্জা?
ছেড়ে দাও ধরাতল, চলে যাও মরাতল,
লাভ নেই হয়ে এই সভ্য;
অনাহারী শিশু রেখে, কান্নার ছবি এঁকে,
কোনরূপে হতে চাও ভব্য?
যতদিন পৃথিবীতে, ক্ষুধিতের মুখে দিতে
পারবে না এনে দিতে খাদ্য;
লজ্জায় কান মলে, ডুব দাও কূপজলে,
ফেলে দাও সুরতোলা বাদ্য।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: