সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


অসুখনামা : দিলারা মেসবাহ


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ২৩:১৬

আপডেট:
২ জুলাই ২০২০ ২২:০৮

 

ঘরভর্তি অসুখ! ডানে-বামে ঈশানে নৈঋতে
উজানে ভাটায়, পূব পশ্চিমে।
চ্যাপ্টা পৃথিবীর সোনামুখ ঢেকে ঝুলছে অগুনতি বাদুড়!
শূর্পণখা খামছে ধরেছে ঘাড়ের হাড় হাড্ডি।
পালাবে কোথায়?
তেপান্তর ততোধিক তফাত। 
আকাশ বাড়িতে নেই কোন মনজিল।
দরজার খিলে মরচে, জানালায় জমাট দীর্ঘশ্বাস।
ঘরভর্তি অসুখ!...

 

কার্ণিশে কতিপয় রোদ কানামাছি খেলে। 
চড়ুইয়ের ঝাঁক গায় আহির ভৈরব। 
একদল ঝলমলে জবা মনিপুরী নাচে। 
তথাপি অন্তঃপুরে কন্টকশয্যার কাল।
দরজার খিল ধরে কাঁদি --
আকাশ দেখতে দাও! ঘরভর্তি অসুখ!... 

 

ঘরভর্তি কারবালা-- সীমারের খঞ্জর।
গোটা দুই ভ্যালিয়াম ভালোবাসা নিদ্রাদেবী হে।
খানিক শুশ্রূষা তোমার চরণে রাখি তপ্ত অঙুলি।
পলাতক ঘুমের উজানে--অলীক জাহাজে উড়ুক পালের মহিমা সকল।
সহসা নাজেল হলে সুখবর। আমাকে জাগিয়ে দিও প্রিয় হে।
সুখজাগানিয়া হে।।

 

দিলারা মেসবাহ
কবি ও কথাশিল্পী, বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top