সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


রক্তের স্বাদ : সৈয়দ আসাদুজ্জামান সুহান


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ২১:৪৪

আপডেট:
২ মে ২০২৪ ০৮:৩৩

 

হিংস্র সিংহের থাবা থেকে মুক্তি পেতে ছুটছে
দিগ্বিদিক ছুটতে ছুটতে হরিণটা তখন ক্লান্ত
তবুও দমে যায়নি, থেমে যায়নি তার ছুটে চলা
এক সময় সিংহ থেমে গেল কিন্তু তখন আবার
ক্ষুধার্ত বাঘের থাবা থেকে মুক্তি পেতে ছুটছে।

ধারালো নখের আঁচড়ে পিঠ বেয়ে রক্ত ঝরছে
শরীর যেন থেমে যায়, তবুও মনে আছে জোর
বেঁচে থাকার একমাত্র উপায় শুধুই ছুটে চলা 
ছুটতে ছুটতে হরিণটা একটি গর্তে পড়ে গেল
ওই গর্তের মধ্যে লুকিয়ে ছিল এক ধূর্ত হায়েনা।

ক্লান্ত-পরিশ্রান্ত, রক্তাক্ত হরিণ এখন নিরুপায়
বেঁচে থাকার আর কোনো পথ যেন খোলা নেই
মায়াবী চোখে অশ্রু, বেঁচে থাকার করুণ আকুতি
তখন লকলকে জিহ্বা নিতে চায় রক্তের স্বাদ
মূহুর্তের মাঝেই বসিয়ে দিল হায়েনার বিষদাঁত।

 

সৈয়দ আসাদুজ্জামান সুহান
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top