সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


অভিযাত্রা : মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
২৯ জুন ২০২০ ২৩:২০

আপডেট:
২৯ জুন ২০২০ ২৩:৩৩

 

স্বপ্নের চাবি ফেলে এসেছো
বিষন্নতায় তোমার অক্ষি গোলক
আঁধারে ছেয়ে গেছে দূর-দিগন্ত
এখন কি হবে প্রাণ প্রতিমা?

নিষ্ঠুর পৃথিবীর সকল আয়োজন
সকল রূপ-রস ম্লান হয়েছে
চাবির গোছার রঙ বদলেছে
আমার বসতি ভেঙেছে ঝড়ে।

ব্যর্থ প্রাণের আবর্জনা ফেলে
তোমার মতো আমিও সর্বহারা
আকাঙ্ক্ষার মায়ায় দাঁড়িয়েছি
আমার প্রাঙ্গনে জোছনার ছায়া নেই।

জীবন সরণিতে প্রাপ্তি ভাণ্ডারহীন
মিথ্যের কুহকে কেটে গেছে পঞ্চাশ
এখন যবনিকার পর্দায় অন্তলীলা
তুমি কী অভিযাত্রার সঙ্গী হ? 

আমার স্বপ্নের চাবি নেই, নেই কিছু
রিক্তের বেদনে জর্জরিত আমি-।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top