ঘুমের দেশে জেগে থেকে লাভ কি : সাজিব চৌধুরী
প্রকাশিত:
২ জুলাই ২০২০ ২৩:৫৬
আপডেট:
২৩ জুলাই ২০২০ ২১:৪৮

আমি ঘুমিয়ে পড়ি; কে যেন জাগিয়ে দেয়।
আমি জেগে উঠি;
কে যেন আমাকে ঘুম পাড়িয়ে দেয়।
যখন ঘুমোচ্ছি, কেউ জাগিয়ে দেয়;
যখন জেগে উঠছি; কেউ ঘুম পাড়িয়ে দেয়।
ঘুমোচ্ছি আর জেগে উঠছি;
ঘুমোচ্ছি আর জেগে উঠছি....।
এভাবে যেতে যেতে
একদিন আমি নিজে নিজে ঘুমিয়ে পড়ি;
কেউ আর আমাকে জাগাতে পারে না।
আমি ঘুমোচ্ছি আর ঘুমোচ্ছি।
হঠাৎ ঘুমের দেশে আমি জেগে উঠি;
এখানে আমাকে কেউ ঘুম পাড়িয়ে দেয় না।
আমার চোখে প্রচণ্ড ঘুম;
কিন্তু, আমার আর ঘুম আসে না;
আমি জেগে থাকি।
আমি জেগে জেগে দেখছি-
যারা আমাকে জাগিয়ে দিত, তারা সবাই ঘুমোচ্ছে;
যারা আমাকে ঘুম পাড়িয়ে দিত, তারাও ঘুমোচ্ছে।
কেউ এখন জেগে নেই, সবাই ঘুমোচ্ছে।
আমিও ভাবছি, ঘুমের দেশে জেগে থেকে লাভ কি?
কিন্তু, আমি ঘুমোতে পারি না।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: