সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মুহূর্ত - পঞ্চম ভাগ : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ২১:৩২

আপডেট:
৩ আগস্ট ২০২০ ২২:৪০

 

সিঁড়ি তুলে ফেলো
নচেৎ ভাংগো
ব’ললেই তো হবে না
তাঁর জন্য শক্তি চাই
উদয়-অস্তের

কালো এবং শাদা
অভিদান থেকে
বাদ দাও
অভিধান ছিঁড়ে ফেলা
তোমারই এক্তিয়ার

বদলের সময় এসেছে
শুরু থেকেই তো বাহাদুরি
উৎস পাল্টে গেলে
বোঝা যাবে মানুষের মানে।  

               

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top