সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বিনিদ্র : কান্তি ভূষণ তরফদার


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ২৩:৫১

আপডেট:
২২ জুলাই ২০২০ ২৩:৫৩

 

বিনিদ্র

তোমাকে ভেবেছি সুদীর্ঘ রাত বিনিদ্র চোখ বুজে।
অনেক হেঁটেছি শহরের পথে - পায়নি তোমাকে খুঁজে।
নিয়ন আলোর সড়কে সড়কে অনেক ঘুরেছি একা;
হৃদয় খুঁড়েছি গোপনে গোপনে তবুও পায়নি দেখা।
তোমাকে দেখেছি প্রতিটি প্রভাতে স্বপ্নবিভোর চোখে।
তুমিতো রয়েছ অবয়ব জুড়ে আমার স্বপ্নলোকে!
কত বিষণ্ন বিকেলে দাঁড়িয়ে মগ্ন থেকেছি হায়
ঈশ্বর আর দেবতার কাছে তোমার প্রার্থনায়।
তোমাকে এঁকেছি নিবিড় আঁচড়ে, মুগ্ধ মানসপটে।
খুঁজেছি তোমায় আশা-হতাশার নিদারুণ সংকটে।
পায়নি তোমাকে দৃষ্টির শেষ সীমানার পানে চেয়ে -
কত ঘুমহীন ভোর কাটিয়েছি বিষাদের গান গেয়ে!

 

নীলশাড়ি

সেদিন প্রথম পরেছিলে নীলশাড়ি;
আকাশভর্তি মেঘ, দিগন্তজুড়ে বৃষ্টির বাড়াবাড়ি।
হেঁটেছিলে পথে শ্লথ পায়ে মেপে মেপে,
কথা হয়েছিল নিতান্ত সংক্ষেপে।
পায়নি সেদিন হৃদয়ের তল খুঁজে,
খোঁপার পিছনে কদম ফুলটি গুঁজে
হেসেছিলে তুমি উচ্ছ্বল ভেজা হাসি।
সেদিনই প্রথম একান্তে পাশাপাশি
হয়েছিল হাঁটা পিচ্ছ্বিল পথ ধরে।
সেদিনই প্রথম এসেছিলে তুমি নীলরঙা শাড়ি পরে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top