সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ঈদের কবিতাঃ মোটা হইও না : রোমেন রায়হান


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ০০:১২

আপডেট:
৩০ জুলাই ২০২০ ০০:১৩

খবরে প্রকাশঃ “মোটা হওয়ায় দৌড়াতে পারেন নি সাহেদ”

 

মোটা হইও না, মোটা হইও না, মোটা হলে হও স্লিম
হাঁটাহাঁটি করো, ছোটাছুটি করো, প্রয়োজনে করো জিম।

মোটার ঝামেলা অনেক ঝামেলা, দুষ্টু ছেলের দল
তোমাকে দেখলে ‘মোটু’ ‘মোটু’ বলে জুড়ে দেবে কোলাহল।

তোমার সাইজে শার্ট-প্যান্ট নাই, মার্কেটে ঘোরা সার
বিদেশের কেউ জামা ও কাপড় পাঠাবে না উপহার।

বুকের উপরে প্যান্ট উঠে যাবে, বেল্টে পড়বে টান
এই পৃথিবীতে কেউই গায় না মোটাদের জয়গান।

মোটা যদি হও কোলাকুলিকালে বাধা দেবে ফোলা পেট
হয়তো চাইছো বের হয়ে যাবে, আটকাবে ছোট গেট।

বিশেষ বাহিনী যদি ধাওয়া দেয়, যদি বলে ধর ধর
দৌড়ে দেখবে তুমিই পেছনে, বাকিরা অগ্রসর।

অল্পতে তুমি হাঁপিয়ে উঠবে, দৌড়ে পাবে না দম
র‍্যাব-পুলিশের ধাওয়া থেকে বাঁচা? সম্ভাবনাই কম।

উপদেশ শুনে তুমি মাথা মোটা মারিও না রাগে লাফ
মোটা হইও না, মোটা হইও না, মোটা হওয়া অভিশাপ।

 

লেখকঃ রোমেন রায়হান

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top