শৈলপ্রপাত : সাজিব চৌধুরী
প্রকাশিত:
৪ আগস্ট ২০২০ ২৩:৪২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:৫৪
সবুজ গামছায় মোড়া দু'খণ্ড পাহাড়,
নেমে আসে শৈলপ্রপাত অন্তর ফেটে।
ঢেউ তোলে স্বচ্ছজল নিঃসীম সাগরে।
পাহাড়ের কান্না শুনি পাথরের গায়ে।
জলের প্রবাহে ক্ষয়িত পাথর।
পাহাড়ের রূপ দেখে পাথর হয়েছি,
ছুঁতে চেয়েছি দু'হাতে পাহাড়ের কষ্ট।
বারবার আন্দোলিত আমি,
আমার স্বত্বা মিশেছে প্রকৃতির কোলে,
সবকিছু ভুলে ফিরে আসি হৃদবালুচরে।
আমি পৃথিবীর পর্যটক,
মন রাখি পাহাড়-পর্বতে সবুজের মাঝে।
আমি ছুটে যাই নীলগিরি, নীলাচল,
মেঘ হয়ে ছুটে যাই মেঘালয়।
আমার প্রান্তিক চেতনায় দিন কাটে,
রাত কাটে রমণীয় শহরের নন্দিত উদ্যানে।
আমি অবসর কাটি পার্বত্য সড়কে,
রুমা'র প্রত্যন্ত নরম অঞ্চলে।
পাহাড়ের পথে পাখিদের ঝাঁকে
হৃদয়ে সু-যোগে প্রিয়া ডাক শুনি।
লোকালয় ছেড়ে যেতে যেতে
এখনও ঝর্ণার গানে বেজে উঠে ব্যথার বিরহ।
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: