সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


স্বপ্ন-ভঙ্গ : মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
১১ আগস্ট ২০২০ ২১:৩৫

আপডেট:
১৯ মার্চ ২০২৪ ১৬:৪৪

মোহাম্মদ ইলইয়াছ

 

সেরাতে জোছনা ঝরছে গাছের পাতায়, শিশিরের কণায় কণায়
আকাশে উড়ছে নিশিবলাকা, ডাহুক ডেকেছে বেতস বনে শতবার
নদীর স্রোত বয়ে গেছে সাগরে, কুলায় ফিরেছে আঁধারের পাখি-স্বজন  
অথচ দ্যাখো, তুমি আসবে বলে, এতো আয়োজন শুভেচ্ছা-স্বাগতম। 

সেদিন প্রভাতে-তোমার প্রতিচ্ছায়া স্বচ্ছ পুকুরের জলে দর্পণ হয়ে-
প্রকৃতিকে শুনিয়েছিলো হাজার বছরের প্রীতি-গান ও আগমনের জয়ধ্বনি
আমি একাকি দাঁড়িয়েছিলাম অন্ধকারের আবডালে, যখন সূর্যের আলো ফুটছে
গাছ-গাছালির গায়ে পড়ছে ভোরের আলো, নদীও বইছে আগের মতো। 

অথচ তুমি এলে না, নব্বই বছর হলো আগমনী আকাঙ্ক্ষার অর্ধেক বয়স
তোমার সাত্ত্বিক সাধনায় গৌরী বেশে হেঁটেছি হিমালয় থেকে টেকনাফ পর্যন্ত
অভুক্ত থেকেছি স্বপ্ন বুননে এবং স্বপ্নের সুদূর পরাহত অভিলাষের প্রতিজ্ঞায়
আমার নিশিদিন কেটেছে বটের ছায়ায় মাঠ-প্রান্তরে এবং স্হিরলক্ষে। 

আমি কি প্রকৃতির সাজসজ্জা ও ভালোবাসার দেয়াল ভেঙে ফিরে যাবো? 
না পাওয়ার বেদনার সাগর কূলে। নাকি শুনবো তোমার জন্মান্তরের গান
আমিতো এক জনমের দাস। পৃথিবীর মর্মমূলে একবারই এসেছিলাম 
তোমার পদাবলি পকেটে পুরে ফিরে যাচ্ছি স্বপ্ন-ভঙ্গের অচিন দেশে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top