আমি অপেক্ষা ক'রছি : হাবীবুল্লাহ সিরাজী 


প্রকাশিত:
২২ আগস্ট ২০২০ ২৩:৫২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

 

আমি তাঁকে দেখার জন্য ১৯২০ সালে টুঙ্গিপাড়া গিয়েছিলাম
প্রাণময় উজ্জ্বল দিনটি ছিলো মার্চ মাসের ১৭ তারিখ 
মধুমতীর খুব তাড়া ছিলো ব'লে জোর ছুটছিলো 
আর আকাশ দেখছিলো চৈত্রের দুর্দান্ত সাহসে দোল খাওয়া পাটের ডগা
নৌকায় ও হাঁটাপথে জেলা ফরিদপুর থেকে মহকুমা গোপালগঞ্জ যেতে-যেতে 
আমাকে বৃটিশ ভারতের মানচিত্র শেখাচ্ছিলো 
ঘরের চালের পচাখড় ও মাটির ভাঙা কলস

আমি তাঁকে দেখার জন্য 
শেখ লুৎফর রহমানের বসতবাড়িতে প্রবেশ ক'রেছিলাম 
আমি তাঁর প্রথম ক্রন্দনধ্বনি শোনার জন্য উদগ্রীব ছিলাম 
তাঁর আগমনবার্তা অনুভব ক'রেছিলাম এ মাটির শিরা-উপশিরায়
জলবায়ু ও প্রকৃতির মগ্নমায়া ছুঁয়ে দেখেছিলাম
বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে এক নাম 
শেখ মুজিবুর রহমান 

আমি তাঁকে দেখার জন্য বেকার হোস্টেলের সম্মুখে অপেক্ষা ক'রেছিলাম
প্রতীক্ষা ক'রেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমপাতার আলোছায়ায়
মিছিলে ছিলাম মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় 
জেলখানার দরোজায় দাঁড়িয়ে থেকেছি বছরের পর বছর 
রোজ গার্ডেন থেকে গভর্নর ভবন অব্দি প্রতিটি ল্যাম্পোস্ট স্পর্শ ক'রেছি
দিনের সূর্য রাতের তারা সাক্ষী রেখে হেঁটেছি
পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত 
গতিবিধি লক্ষ্য রেখেছি ময়দান ও মাইক্রোফোনের
তাঁকে দেখার জন্য একে-একে দফাগুলো 
পাঞ্জাবির বুকপকেট থেকে বের ক'রে মেলে ধ'রেছি
আগরতলা ষড়যন্ত্র মামলাকে বানিয়েছি মশাল মিছিলের শিখা 
ঊনসত্তরে রেসকোর্সে একজন বঙ্গবন্ধু রক্তের শপথ উচ্চারণ ক'রলে
তাঁকে দেখার জন্য আমি মাথা উঁচু ক'রলাম

আমি তাঁকে দেখার জন্য মহাকাশের নিচে দাঁড়িয়েছিলাম
আমি তাঁকে দেখার জন্য সৌরমণ্ডলে দাঁড়িয়েছিলাম
আমি তাঁকে দেখার জন্য পৃথিবীতে দাঁড়িয়েছিলাম
আমি তাঁকে দেখার জন্য বাংলাদেশে দাঁড়িয়েছিলাম
আমি তাঁকে দেখার জন্য ঢাকা শহরে দাঁড়িয়েছিলাম
আমি তাঁকে দেখার জন্য ধানমন্ডি দাঁড়িয়েছিলাম
আমি তাঁকে দেখার জন্য ৩২ নম্বরে দাঁড়িয়ে আছি

একজন মানুষ দেখার জন্য 
১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঊষালগ্নে 
রক্তের গম্বুজের সম্মুখে 
আমি অপেক্ষা ক'রছি

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top