মনের মেঘগুলি আজ ফেরারী : মেহেনাজ পারভীন মেঘলা
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২০ ০০:৩৯
আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২০ ২১:১৩

মনুষ্যত্বের বাড়িটি দাউ দাউ করে জ্বলছে।
এলিয়েনের মুখে তৃপ্তির হাসি;
ফেরারী কাকগুলি কা কা করে উড়ছে;
চিল-শকুনের ভয়ে নটে গাছটি মোড়ানোর মতো জীবনের গল্প শেষ।
আজকাল একেকটা মৃত্যু অলিতে গলিতে,
আরো; আরো রক্ত চাই;
বাতাসে স্লোগানের মতো ভাসছে মৃতের কণ্ঠস্বর ও ধর্ষিতার চিৎকার ।
অধৈর্য, অহংকার, লোভ, চাতুর্য, মিথ্যা মগজের দখলে।
ধৈর্য, সহ্য, সহমর্মিতা, শ্রদ্ধা, বিনয় যত্ন করে রেখেছি পরিত্যক্ত ডাস্টবিনে।
মুখোশের ভীড়ে, স্বার্থের তাণ্ডব নৃত্যে সংবাদের পৃষ্ঠাগুলো কাঁপছে ।
ধ্রুপদী সমাজ আসো; একটু জিরিয়ে নিই।
মেহেনাজ পারভীন
কবি
ছবি স্বত্ত্বঃ আনিসুল কবীর
বিষয়: মেহেনাজ পারভীন মেঘলা
আপনার মূল্যবান মতামত দিন: