সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


কবিতার জন্ম : সুদর্শন দত্ত 


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২০ ২১:১৩

আপডেট:
২৩ আগস্ট ২০২০ ২১:৩৮

 

যেদিন আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকালো,
আবার যেদিন খুব বৃষ্টি হল 
কবিতার জন্ম হল, তারপর -
মাঠের ওপর দিয়ে জলধারার মতো কবিতারা 
এঁকে বেঁকে ছুটে গেল,
সবুজ দিগন্ত জুড়ে ফসলের ক্ষেতে 
পদ্মের বনে, চাষির আঙিনা জুড়ে আর
দিগন্তে উড়ে চলা বলাকার ডানায় -

কবিতার জন্ম হল শিউলি ঝরা প্রভাতে 
কাশ বনের ফুলে ফুলে, আকাশে মেঘের ভেলায় 
কখনও জন্ম নেয় পূর্ণিমার চাঁদনি রাতে ;
কত কবিতা জন্ম নিল হৈমন্তী বিকেলে 
কার্তিকের নবান্নের দেশে, কিংবা -
শীতের কুয়াশা ঘেরা সন্ধ্যায়, প্রভাতে...

তারপর যখন শীত শেষে বসন্ত এলো,
ফুল ফুটল, পাখি গাইল, বনে বনে খুশির তরঙ্গে 
বাতাস বয়ে গেল -
কবিতার জন্ম হল, অনেক অনেক কবিতা 
ছন্দ খুঁজে পেল, প্রজাপতির ডানা মেলে 
দিগন্তে ছড়িয়ে পড়ল...

 

সুদর্শন দত্ত
কোলকাতা, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top