শরৎ : সোমের কৌমুদী


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২০ ২৩:৫৪

আপডেট:
৩১ আগস্ট ২০২০ ০১:০৪

 

প্রকৃতি-
অবিরাম কান্নার পর
এক চিলতে হাসি।
হালকা মেঘ
সাদা সাদা তুলতুলে
ছুটে বেড়ায়
অমলিন আকাশে।
সবুজ ধানক্ষেত
খুশি ছড়ায়
মুক্ত বাতাসে
পাতার পরশ
স্বপ্নকে বাঁচায়
হৃদয় মাঝে।  
শুষ্ক জমিনে
স্মৃতির উঠানে
খেলা করে
গোল্লাছুট
বৌচি
কানামাছি।
নদীর দু’তীর
ভরা কাশবন
ছেয়ে থাকে স্নিগ্ধতায়
জয়ের নেশায়
আলোড়িত মন
শাসক হৃদয়।
ফিরে সৈন্যবাহিনী
আপন গৃহে
বিজয় উল্লাসে,
রাজা অশ্বারোহী।
প্রকৃতি-
বুকভরা কান্না শেষে
এক চিলতে হাসি,
সদ্য জল মোছা চোখে
খুশির ঝিলিক
দীপ্তি রাশি রাশি।  

 

সোমের কৌমুদী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top