সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


খেলাঘর : সুদর্শন দত্ত 


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৬

আপডেট:
৩ মে ২০২৪ ১৬:৫৪

 

এ জগৎ এ বিশ্ব সংসার 
আপন খেয়ালে এক বিশাল খেলাঘর 
সামাজিক রঙ্গমঞ্চে রঙপুতুল 
নাটকের পটভূমে খেলায় নিরন্তর,
দুঃখ শোকের তাপ জ্বালা 
সুখ শান্তি আনন্দে হরষে 
কাঁদায় হাসায় কভু বিরহ জ্বালায় 
দুর্নিবার বাঁধ ভাঙ্গে অঝোর বরষে,
বিক্ষোভের তাপে পোড়ে 
জীবন সংগ্রামের ইতিহাস 
মিথ্যার আশ্রয়ে ঋদ্ধ 
নিজ টুঁটি চেপে ধরে করে হাঁসফাঁস !
মায়ে পোয়ে বিচ্ছেদের 
তাপিত শোকের ছায়ায় ঘনায় আঁধার
এ কেমন খেলা বিধাতা 
এ কেমন তোমার খেলাঘর !

সম্প্রীতির বাঁধ ভেঙেছে
সর্বনাশা ধর্মান্ধতা খেলা 
মারণাস্ত্র নিচ্ছে তুলে হাতে 
হিংস্র উন্মত্ত বিশৃঙ্খলা, 
বারুদ বারুদ গন্ধ শোকে
শৈশবের শীতল প্রভাত 
কালাশনিকভ মুঠো করে 
মরণ খেলার সাথে মোলাকাৎ, 
নিষ্ঠুর হাসি চোখের ভাষার 
শীতল স্রোতে শিরদাঁড়া টানটান 
গ্রন্থভারের নিষ্ফল বোঝা 
ঘরের কোনায়, রইল না পিছুটান-
যুদ্ধ যুদ্ধ এই খেলাতেই 
সাত সকালে পাকিয়ে নিয়ে হাত 
শৈশব হাঁটে লাশের মিছিলে 
এ কেমন খেলা, এ কোন অভিসম্পাত ?

 

সুদর্শন দত্ত
কোলকাতা, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top