দু'-এক পশলার বৃষ্টি : কৃষ্ণা গুহ রায়
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৪:২৮
তোমার কবিতাগুলো আমার কাছে
গোধূলীর আকাশে একটা নীল রঙের নদী৷
আমার ছন্নছাড়া হয়ে ওঠার গল্পটাও যে
তোমার সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের প্রান্তিক স্টেশনে৷
অসহ্য গরমে নাকের উপর জমে ওঠা ঘামের ফোঁটাগুলো
তোমার সোহাগীপনায় টুকরো সুখের বিল্বমঙ্গল৷
আমার অবুঝ বেহায়াপনাগুলো দস্যি হয় তোমারই অবাধ্য প্রশ্রয়ে৷
দু'-এক পশলার বৃষ্টি নিয়ম ভাঙার অভ্যাসে
তোমার সঙ্গেই শব্দ মৈথুনে গর্ভ যন্ত্রণার চিৎকারে
আমার কবিতা প্রসব হয় আঁতুড়ঘরে।
কৃষ্ণা গুহ রায়
কবি, পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: কৃষ্ণা গুহ রায়
আপনার মূল্যবান মতামত দিন: