সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


পঁচিশ বসন্তের গোলাপ : মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৫

আপডেট:
৫ মে ২০২৪ ১২:৪১

 

যে দিকে চোখ মেলে তাকাই, সে দিকেই তোমার প্রতিচ্ছবি
বেভুলো মনের মাঝে এঁকে যায় হারানো দিনের বিমল ছায়া
দিগন্তের অসীম মহাশূন্যের মাঝে অসংখ্য নক্ষত্ররাজির কানাকানি
স্মরণের প্রান্তরে যখন তখন তোমার কামিনীমুখ কেবল ধরা দেয়।

যে দিকে চোখ মেলে তাকাই, সে দিকে তোমার কাব্য-কলা,গান
হরিয়ালের কন্ঠস্বরে তোমার আর্তি, পদাবলি শোনায়-দিবানিশি
কখনো প্রীতি জোছনার ছায়ায় তুমি এসে দাঁড়াও পথ ভুলে
আমি তোমার ছায়ার রেখায় খুঁজি-সেই পঁচিশ বসন্তের সুবাসিনী ফুল।

যে দিকে চোখ মেলে তাকাই, সে দিকে তোমার মুহুর্মহু প্রীতিধ্বনি
নদীর কলতানে, পাখির কুজনে, সাগরের উদ্বাহু ঢেউয়ে এবং
শতজনমের লুকিয়ে থাকা সংগোপনের বালুকা রাশির উদ্ভাসে
আমি যেন হিমালয় থেকে আসা এক পান্থ, কেবলই তোমাকে খুঁজি।

যে দিকে চোখ বুজে তাকাই, সে দিকে তোমার আঁধার কালো কায়া
আকাঙ্ক্ষার জাল ছিঁড়ে অক্টোপাসের মতো আমাকে গিলে খায় প্রায়শ
স্বপ্নের আবর্ত মিশে যায় পবিত্র দেয়ালে, আমি আছড়ে পড়ি শুধু একা
সেখানে কেউ নেই, নেই তুমি, তোমার ছায়া, পঁচিশ বসন্তের গোলাপ।



মোহাম্মদ ইলইয়াছ
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top