বসন্তসমাগম : মহীতোষ গায়েন
 প্রকাশিত: 
 ১৭ সেপ্টেম্বর ২০২০ ২১:২৬
 আপডেট:
 ১৭ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৮
ছিন্নমূল আশা নিয়ে, এই দু:সময়ে 
তবু বেঁচে আছে কান্না ভেজা মুখ, 
এখনো ভোরের আকাশে দেখি
আশাবরি নির্মল জীবনের সুখ। 
পাতা ঝরা গান শুনে শিহরিত হই
মেঘ, বৃষ্টি গায়ে মাখি, অসুখ করে না, 
সব ফুল ঝরে গেছে, সব স্বপ্ন মরে 
তবুও আশ্বাস, এই গাছ মরে না। 
মানুষের দু:খের উত্তাপ শুষে
শান্তির ছায়া পাওয়া মহাসুখ, 
স্মৃতির পাতায় লেখা এ-কঠিন
প্রত্যয়, সংগ্রামে পেতে দিই বুক। 
যখন জীবন হাতড়ে দেখি অতল তিমিরে
জেগে অন্তর্লীন, এই গাছ মৃত্যুহীন মনে হয়, 
এ জীবন আগুনের আকাশের মাঝে দীপ্ত, 
বাতাসে ভাসে দেখ আগামীর সুনিবিড় জয়। 
আহত হৃদয় নি:সৃত শ্যামলিমা সুখের 
সুতীব্র অঙ্গীকারে সমস্ত সত্তায় আছো, 
বসন্তের গাছে গাছে ফোটে বাহারি ফুল
ও' গাছ, বসন্তসমাগমে মৃত্যুহীন বাঁচো।
ড.মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ
বিষয়: মহীতোষ গায়েন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: