শরৎ বিভাময়ী ছলনার মেয়ে : ড. শাহনাজ পারভীন
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৩১
আপডেট:
২০ জানুয়ারী ২০২৬ ২২:১২
বকের পালকের মত সাদা কাশবনে
ফুটে আছে অসংখ্য রাশি রাশি ফুল
তমাল, পিয়াল, নাগ অমল শোভায়
শরৎ এসেছে আজ তাই উৎফুল।
শেফালি, কুমুদ, কাশ ছন্দের তালে
রোদের প্রহর গোনে ধানক্ষেত রোজ!
অনুপম স্নিগ্ধ রূপের রহস্য তোমার-
এই মেঘ- এই রোদ- বৃষ্টির খোঁজ।
ধোঁয়াসা মেঘের চাবি লুকোচুরি খেলা-
প্রশান্তি-পরশে ফোটে টগর আর জুই।
শাপলা, শালুক, জবা, মালতী, কামিনী-
ভাদ্র ও আশ্বিন শরতের ভুঁই।
শারদীয় প্রভাতের রোদেলা আকাশ
শিশির ঝরার ক্ষণ ভরা চাঁদ রাতে
শরত বিকেল এক শ্রেষ্ট সময়-
আপন বৈশিষ্ট্যে গ্রহ-তারা মাতে।
শরৎ বিভাময়ী ছলনার মেয়ে
তাই এত ক্ষণে ক্ষণে রং পাল্টাও?
তোমার প্রেমের গান যাই সব গেয়ে
কি যাদুর মায়া মেখে দুনিয়া রাঙাও!
ড. শাহনাজ পারভীন
কবি, কথাসাহিত্যিক, উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।
বিষয়: ড. শাহনাজ পারভীন

আপনার মূল্যবান মতামত দিন: