সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রোদ-জানালায় বসে : সাজিব চৌধুরী


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২০ ২২:২১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০০:১০

 

মুখে তোমার ঠিকরেপড়া রঙ,
বোধের গাঙে সাঁতার কাটি আমি।
অঙ্গে ছিল স্বপ্ন-আবির মাখা,
জানি আমি জানি,
কেন তোমার চোখদু'টি টলমল।

নাকের নোলক দুলছে কেন
জলের ঢেউয়ে,
চোখের কাজল গড়ায় কেন,
কপোল বেয়ে,
বুঝতে পারি, আমি বুঝতে পারি...।

তুমি তখন স্বপ্নে বিভোল ছিলে,
তাই তো তোমার ভুলের পাখা গজায়।
তোমার ফাগুনলাগা টানে
শ্রাবণ আসে সুখের বিপরীতে।

হাঁটলে যখন বেনারসি পরে,
পায়ের আলতা করলো তখন ভুল।
ফুল-বাসরে শীতল হাওয়া পেয়ে
ভাঙল দু'কুল গোপন অশ্রুপাতে।

আমি ছিলাম তোমার পথের পথিক,
ফেলে এলাম স্বপ্নে আঁকা ছবি।
এখন আমি রোদ-জানালায় বসে
ফাগুন-পোড়ার হিসেব শুধু কষি।

আমি বুঝতে পারি, বুঝতে পারি...
যে জন মনের স্বপ্ন হারায়
মেঘ জমে তা বৃষ্টি ঝরে।
বোধের গাঙে সাঁতার কাটি আমি,
যখন তুমি হাঁটতে ছিলে
মাথার উপর সোনার টিকলি পরে।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top