সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


শব্দবন্দী : মীম মিজান


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২০ ২১:৫১

আপডেট:
১৪ অক্টোবর ২০২০ ২১:৫৩

মীম মিজান

 

জিমি,
তুমি কি মনে করো যে, তুমি রেহাই পেয়েছো? 
তুমি উড়াল দিয়েছো আকাশের খোলা বাতায়নে
পিলপিল করে হেঁটে উঠবে মগডালে, পিঁপড়ের মতো
অথচ তুমি বন্দী এই মনে, নরম জালের মতো কঠোর গিঁটে 

জিমি,
তুমি কি মনে করো যে, আমাকে দিয়েছো ফাঁকি?
আমার মতো এক বেটে, সহায়-সম্বলহীন নই যোগ্যি
পারি না গুছিয়ে কথা বলতে, পারি নি দিতে প্রস্তাব ঠিকঠাক 
গায়ের রঙ তোমার থেকে মলিন, নাক সর্বস্ব মুখ
অথচ স্বপ্নে উড়াল দেয়া মানুষের মতো দু'হাত ঝাপটাও আমার হৃদয় ছেড়ে পালাতে

জিমি,
তুমি কি মনে করো যে, আমি হেরে গ্যাছি?
মোহনায় মিশে নদী হারায় অস্তিত্ব 
প্রেমের মৃত্যু ঘটে মিলনে
পেটপুরে খেলে ক্ষুধার তাড়না উবে যায়
আমিই জিতেছি, অমর হয়েছে প্রেম, হেরেছো তুমি

জিমি,
যতই মনে করো স্বাধীন নিজেকে 
যতই হারিয়ে যাও না ক্যানো আমাজনে
গহীন সমুদ্রে ডুবে মিশে যাও নুড়ির সাথে
কিন্তু তোমাকে করেছি শব্দবন্দী
পাবে কি মুক্তি এ শব্দমালার জাল থেকে?

 

মীম মিজান
লেখক ও সাহিত্যিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top