প্রতিমা : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২০ ২১:৩৩

আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৪:১৩

 

অঞ্জলি শুরু হয়ে গেছে এতক্ষণ
আর কেউ আসবে না
পোটো-খুড়ো ফিরে ফিরে দোরগোড়ার প্রতিমাগুলোর দিকে তাকায়।

যেগুলো চলে গেছে, সেগুলোকে নিয়ে এখন জাঁকজমক
আনন্দ-উৎসব
আর এগুলো ফের বছরের জন্য ঢুকে পড়বে গুমোট ঘুপচিতে
কালিঝুলি মেখে হবে খাক

অঞ্জলি শুরু হয়ে গেছে এতক্ষণ
আর কেউ আসবে না

আসেনি কেউই
পেরিয়ে গেছে মেয়ের বয়স
সে এখন এক হাতে সামলায় ঘরের খুঁটিনাটি সব
পুটলি বেঁধে খাবার নিয়ে আসে দু'বেলা

বুকটা হঠাৎ কেমন আনচান করে ওঠে
খুড়ো দেখে--- আরেক প্রতিমা কখন নেমেছে মাচান থেকে...

 

সিদ্ধার্থ সিংহ
কলকাতা 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top