সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বেঁচে থাকা : শাহান আরা জাকির পারুল 


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২০ ২১:২০

আপডেট:
২ মে ২০২৪ ১১:০৯

 

কেন বেঁচে থাকা পৃথিবীর অভয়ারণ্যে!
সেকি শুধু মায়া মরীচিকা, নাকি কাছের দূরের দূরত্ব নির্ণয়ের মানচিত্র আঁকা?
জাগতিক নিয়ম এর গতি অবলোকন, কিম্বা আপন কুটিরে নির্জনতার ছায়া ঢেকে রাখা!
গাংচিল, ফিঙে, মাছরাঙা, পাখিদের খোঁজ নেয়া আর দুস্টু ফড়িং এর পিছু ছোটা!
সোনালী দিগন্তের নির্ঝর উদাস হাওয়ায় কাশবনে লুকোচুরি খেলা:
সাথীহারা বেসুরো বাঁশিতে সুর তুলে ঘরে ফেরা;
কিছুতেই বারণ মানেনা বৈরাগী অন্তর!
কখনো বিবাগী মনে ঢেউ তোলে শীতল পরশ!
অপরূপ মহিমায় জেগে ওঠে দুরন্ত পৃথিবীর আনন্দ বিলাস,
মাথা নতো করে কুর্নিশ করি স্রষ্টার অপার সৃষ্টির;
আপন কৃষ্টির জাগতিক রুপরস কোথায় ভাসিয়ে নেয় নিরন্তর ধারায়!

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top