সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রক্তে লেখা নাম : বেগম রাজিয়া হোসাইন


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২০ ২২:৪৫

আপডেট:
১৫ ডিসেম্বর ২০২০ ২২:৪৯

 

তীব্র দুঃখ কষ্ট, নিপীড়ন নির্যাতন, বোমা বারুদ
আর আগুনে ঠাসা আমাদের মুক্তিযুদ্ধ
রক্তের প্লাবনে ভাসা ১৯৭১
এক সাগর রক্ত, লাশের ’পরে লাশ, নির্বিচারে গণহত্যা
মা-বোনদের লাঞ্চনা আর যন্ত্রণার অব্যক্ত হাহাকারে
জ্বলন্ত অগ্নিকুন্ড সারা বিশ্ব স্তম্ভিত আমরা আনত
সেইসব লাখো শহীদ, বীর মুক্তিযোদ্ধা 
এবং মা-বোনদের প্রতি।

পাষন্ড পাক হানাদারদের সঙ্গে যুক্ত দেশীয় ঘৃণ্য 
রাজাকার আলবদর আলশামস ওদের পশুত্বের ত্রাস আর
ধ্বংসস্তূপ, যুদ্ধ চলছেই পাক পশুদের আধুনিক 
আগ্নেয়াস্ত্রের সঙ্গে আমাদের যেন বাঁশের লড়াই,
নামমাত্র সমরাস্ত্রে গেরিলা কায়দায় যুদ্ধ!

মুক্তিযোদ্ধারা পিছিয়ে নেই 
৭ই মার্চ তারিখে মহান নেতা বঙ্গবন্ধুর 
অমোঘ নির্দেশ 
মনে রাখবা রক্ত যখন দিয়েছি, 
রক্ত আরও দেব 
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো 
ইনশাআল্লাহ!
এ বাণী যেন এক নব উত্থানের, নব বিজয়ের, নবযাত্রার
কিশোর যুবা তরুণ ছুটছেতো ছুটছেই, সব মুক্তিযুদ্ধে 
যাচ্ছে মৃত্যু হয়েছে ভৃত্য পায়ের
যুদ্ধের শেষদিকে মিত্র ভারতের সেনাবাহিনীর যৌথ আক্রমনে 
শকুনেরা ধুলিসাৎ সারেন্ডার ১৬ ডিসেম্বর ’৭১
আমাদের বিজয় দিবস, রক্তে লেখা নাম
স্বাধীনতা। 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top