সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মানবিক ও শান্তিময় পৃথিবীর আশায় (ডেনমার্কের কবিতা)


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২১ ২১:২১

আপডেট:
৪ জানুয়ারী ২০২১ ২২:০৫

ছবিঃ ডেনমার্কের কবি ইভিলিনা মারিয়া

 

কবিঃ ইভিলিনা মারিয়ার কবিতা
অনুবাদঃ শাকিল কালাম

মানবিক ও শান্তিময় পৃথিবীর আশায়

এটি আমার শেষ এবং চূড়ান্ত নিঃশ্বাস ছিল না,
তখনো আমার পরপারে যাওয়ার সময় হয়নি, 
তবে আমাকে প্রকৃতির নিয়মে চলে যেতে হয়েছে।
হঠাৎ পৃথিবীর চারপাশ ঝাপসা হয়ে গিয়েছিলো।
আত্মাটি দেহে থেকে বেরিয়ে গেছে তার গন্তব্য।
তারপর দেহটি মশালের আগুনে পোড়া হয়ে গেছে। 
আমি বিশ্বাস করি, আমার আত্মা ফিরে আসবে, 
একটি সুন্দর মানবিক ও শান্তিময় পৃথিবীর গড়তে। 

 

ক্রুশের ভ্রমণ যাত্রা

আমার ক্লান্ত চোখ দুটোকে সমুদ্রের নীলের সাথে 
মিলিয়েছি কোমল বাতাস আমার মুখে চুমু দেয়। 
আমি আকাশের দিকে তাকিয়ে তার প্রতিফলন
 দেখেছি সমুদ্রের নীলে প্রলম্বিত এবং প্রতিফলিত;
আমার প্রতিবিম্ব বহন করছে। এটি আমার ক্রস,
ভারী, বিশাল ভোগান্তির ভাস্কর্যময় প্রাণহীন দেহ। 
আমাকে ক্রুশের কোন যাত্রাটি ভ্রমণ করতে হবে?

কবি ইভিলিনা মারিয়াঃ ইভিলিনা মারিয়া বুগজস্কা-জাভেরকা পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি অর্থনীতি উচ্চ বিদ্যালয় এবং দর্শনের বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন। তিনি চারটি কাব্যগ্রন্থের লেখক। তাঁর কবিতা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত এবং বিখ্যাত কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এজন্য তিনি অনেক আন্তর্জাতিক পুরষ্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন। তাছাড়া তিনি পৃথিবী জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং রাষ্ট্রদূত হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত আছেন। তিনি এফএএভিএম (FAAVM) কানাডায় সংখ্যালঘুদের রাষ্ট্রদূত। তিনি Brahmand Evolution Council, the Universal Mission for Peace, Justice এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।তাছাড়া তিনি ডেনমার্কের ইউএনআইএন হিপিম্পোনাল ডি এসক্রিটরেস (UHE) শাখার সভাপতি হিসেব দায়িত্ব পালন করছেন। তিনি ডেনমার্ক অফিসে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির লেখকদের পরিচালনা ও সহায়তা করার জন্য মোটিভেশনাল স্ট্রিপসের প্রধান প্রশাসক এবং মোটিভেশনাল স্ট্রিপসের web magazine  Bharath Vision প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি মোটিভেশনাল স্ট্রিপস এবং ভারতের গুজরাট সাহিত্য আকাদেমির যৌথ উদ্যোগে গুজরাট  সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top