সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মিথ্যার মৌচাক : সাজিব চৌধুরী


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২১ ১৯:১০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২১:১১

ছবিঃ সাজিব চৌধুরী

 

ঢিল মারো মিথ্যার মৌচাকে।
কেটে পড়ুক মৌবাদী মৌমাছি;
উড়ে যাক সত্যের সন্ধানে।

হয়তো তারা তেড়ে আসবে ঝাঁক বেঁধে;
হুল ফোটাবে, যন্ত্রণা দেবে।
যদি মৃত্যু হয় হুলের আঘাতে, তবুও ভাল।
একদিন তারা নিয়ে আসবে সত্যের নির্যাস।

যদি বেঁচে থাকি মৌয়ালের রূপ ধরে,
মধু পাব ঠিকই, হবে সত্যের অবগুণ্ঠন।
যারা মধু খায় মিথ্যার মৌচাক ভেঙে,
তারাও মৌ-লোভী মিথ্যার সমঝদার।
তারা চায়, বেড়ে উঠুক মৌচাক সবখানে।

ঢিল মারো মিথ্যার মৌচাকে।
কেটে পড়ুক মৌবাদী মৌমাছি;
উড়ে যাক সত্যের সন্ধানে।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top