সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আমি তো মেনেই নিয়েছি : মালিহা পারভীন


প্রকাশিত:
৯ মার্চ ২০২১ ২১:৫৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২৩:৫৭

 

আমি তো জেনেই বড় হয়েছি
আমার খেলার জিনিস পিস্তল, মার্বেল নয়
আমি তো জানিই পুতুল খেলার গন্ডিতে বাধা এ জীবন, 
আর তার সংসার দায় সে আমারই।
আমি তো কৈশোরেই জেনেছি
ঘরের জানালার টুকরো আকাশ আমার স্বাধীনতা,
আমার 'স্বাধীনতা' দরজার ফাঁকে গলিয়ে পরা একটু আলো।
আমি তো শুনেই বড় হয়েছি মেয়েদের হাতে
কলমের চেয়ে সূঁচ সুতো হাঁড়ি মানায় বেশি,
বুঝেই খেলেছি নিজের সাথে মানিয়ে নেয়ার খেলা,
শিখেছি না বলা কথা মনের মাঝে না বলাই রেখে দেয়া।
আমার দিন রাত্রির হালখাতা জুড়ে ভুলের অংক,
আমার অবনত মুখে শূন্যতার ফিকে রং,
আমার স্পর্শ আবেগে কঠিন শাসন জাল,
আমার সীমানা বাঁধা আছে সমাজ শিকলে।

আমি তো মেনেই নিয়েছি আদিম কামনায়
বাধ্য বিসর্জন,
মেনেই নিয়েছি দেহজ ভোগে জন্মদানের মিথ্যে সুখ,
হৃদয়ের ক্ষতে ঢেকেছি নিজের হৃদয়,
ভুল বসন্তে গেঁথেছি জীবনের শুদ্ধ মালা।
আমি মেনেই নিয়েছি ধর্ষিতার দায়,
মেনেই নিয়েছি যন্ত্রণার সাথে লজ্জার,
উপেক্ষার সাথে ঘৃণার। 
তবু ব'লোনা ধর্ষণ সে আমারই দোষ,
ব'লোনা এ আমার পোশাকের দোষ,
আমার মেধার দোষ,
আমার চপল হাসির দোষ,
আলোয় হাত বাড়ানোর দোষ,
আমার একটু বাঁচতে চাওয়ার দোষ।
আমি তো মেনেই নিয়েছি আমি নারী
মেনেই নিয়েছি আমার এই বেঁচে থাকা। 

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top