সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


স্বীকারোক্তি : ডঃ গৌতম সরকার


প্রকাশিত:
১৩ মার্চ ২০২১ ১৯:২৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৮:৫৯

 

মাঝে মাঝে বুকে জল জমা ভালো--
তাহলে নিদাঘ গ্রীষ্মেও ধারাপাত নামে শরীরে,
আসলে জ্যৈষ্ঠ এখন বড় বেশি নিষ্ঠুর
হৃদয়ে কোদাল হেনেও বের হতে চায়না একফোঁটা রক্ত
তারপর ব্লাড ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন ---
ঝরাপাতা সারা অঙ্গ জুড়ে মর্মরধ্বনি তোলে
দীর্ঘ দুপুরগুলো ....সদ্য বিধবার মত বড়ই মন্থর হয়ে ওঠে।

মনের জানালায় কিছু শোক থাকা ভালো--
এখন বুকভাঙা কান্নার বড়ই অভাব
এত প্রাচুর্য, ভোগ চারদিকে---দুঃখের মেঘগুলো
কবে কোন আর্যাবর্তে ভেসে গেছে কে তার খবর রাখে…!
কোনো কিছুই সিক্ত করতে পারেনা গতির দুনিয়া
শুধু যাদের পা পিছলে যায়, পড়ে থাকে কাদামাখা আবর্তে
দুচোখের অলক সন্ধানে খুঁজে নিতে চায়
ঈশান কোণে ঝড়ের সংকেত।

 

গৌতম সরকার
অ্যাসোসিয়েট প্রফেসর, যোগমায়া দেবী কলেজ, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top