জাগানিয়া : তরুণ কুমার দাস
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ২২:০২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৪:২৮
ভ্রমণের সময় একটা নরম গাছের ছোঁয়া লাগে গায়ে। চোখে মুখে হালকা রেণু রেণু গন্ধ ---- অল্প অল্প বসন্তের আভাস। কালো কালো অন্ধকারের রন্ধ্র দিয়ে বেলেবেলে জোছনার আলো। কবে যেন কতকাল আগের অনুভূতি --- আজও তাড়া করে।
ফুলেরাও বিছানা বালিশ গোছাতে গোছাতে বুঝতে পারে কখন যে ঘটে গেছে পরাগায়ন। পাপড়ির বাহার ফিকে হয়ে আসে।
এবার বাগান কাঁপিয়ে ফল আসবে ---- গাছের সমস্ত শক্তির কান্না লেগে থাকবে রোঁয়ায় রোঁয়ায়। মধ্য রাতের অজানা ঢেউ মধ্য দুপুরের শ্রাবণ বেলা।
স্মৃতির পুরিয়া গুলে খেলে এমন অনেক অনুভূতিই মনে আসে --- যার অর্থটাই কোনোদিন ধরা পড়ে না।
নিতান্ত খোঁআরি ছাড়া এত স্বপ্ন কেউ দেখে না কখনও।
বিষয়: তরুণ কুমার দাস
আপনার মূল্যবান মতামত দিন: