ময়ূর বন্দনা : মোহাম্মদ ইলইয়াছ
প্রকাশিত:
১০ মে ২০২১ ২০:৩৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

কদম্বের শাখায় ঝরে পড়ছিলো মেঘরানির কান্না
যমুনার জলে উথাল-পাতাল ঢেউ
বর্ষার ময়ূর তুমি, পেখমে তোমার রঙের বাহার
তুমি কখন ডাকবে হে সজনী! পেখমের রানি।
এই পথ সেই পথ, শ্যামের গো-পল্লী দূরে, দূরে
তোমার সুকণ্ঠের স্বর এবং
নৃত্যের তালে তালে ছড়ায় ছন্দ পদাবলির বুনো বাসনায়
আমি তোমার জন্য এনেছি রাধের হারানো মুকুট।
যমুনার জলে কানাইয়ের পাটাতনবিহীন নৌকো
গুরোর উপরে যদি দেখি তোমার ছায়া
গো-কন্যারা যাবে ওপারে, মাখন-দধি দুধের হাড়ি নিয়ে
তুমিও কি কদম্বের ছায়াছেড়ে সওয়ার হবে একাকী!
সন্ধের শেষ সুয্যের মায়াবী আলো তোমার নরোম পদে
শেফালির শুভ্র সুবাস মেখেছো নীলিমায়
আমি এক দিকহারা পান্থ-পথিক নীড়ের প্রত্যাশায়
ভালোবাসার মুকুট নিয়ে আছি, যদি তুমি তাকাও।
আমি জানি নবঘনবাদলে তুমি ডাকবে পেখম তুলে।
বিষয়: মোহাম্মদ ইলইয়াছ
আপনার মূল্যবান মতামত দিন: