কুহেলিকা : আল মামুন মাহবুব আলম
প্রকাশিত:
১১ মে ২০২১ ২৩:৪৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯
তখনো আসেনি ঘুম,পায়ের আওয়াজ হঠাৎ!
রাতটি ছিল অমাবস্যার রাত,
তুমি ছিলে আমারই পাশে, বাড়িয়েছি দুই হাত
কি যেনো শীতল সরলো সড়াৎ...
অপসৃয়মান একটি ছায়া ক্রমশ ঘন আঁধারে মিলায়,
ভঙ্গুর দেয়াল থেকে ঝুর ঝুর ঝরে হরপ্পা তক্ষ্মশীলায়,
নাকি এসেছে মহেন্জদারো থেকে,
আমাকে ডাকে,কোথায় নিতে চায় ডেকে...
তুমি তো পাশেই ঘুমিয়ে ছিলে বক্ষে মুখটি ঘষে
চোখের তারায় সমুদ্র মন্থন ডাহুকের ডাক
হৃদপিন্ডের ঘন ঘ্রাণ পরস্পর নিয়েছি চষে,
জল তরঙ্গের উথাল পাতাল ঘোর ঘুর্ণিপাক...!
সবই কি এসব হেঁয়ালী, কুহেলিকা
তুমি কি জড়িয়ে রাখনি তবে কাল সন্ধ্যায় খোঁপায় চন্দ্রমল্লিকা,
আমি পায়ে পায়ে কিসের কি ঘোরে
বক্ষ থেকে আঁচল সরিয়ে ভিড়েছি তোমার উদ্ধত যৌবন দোরে!
পাতার মর্মর শব্দ শুনি, পায়ের নীচে পাতার আর্তনাদ...
সম্ভোগে উম্মত্ত নর-নারী, হয়ে ভেঙ্গেছিলাম যৌবন বাঁধ!
বিষয়: আল মামুন মাহবুব আলম
আপনার মূল্যবান মতামত দিন: